বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলো একুশ শতকের দ্বিতীয় দশকে যে বেগে ছুটেছে, তা যেন বৈপ্লবিক পরিবর্তনেরই ইঙ্গিত। স্টার্টআপ এখন কেবল ব্যবসার এক রূপ নয়—এটি হয়ে উঠেছে ভবিষ্যতের অর্থনীতি, উদ্ভাবন এবং কর্মসংস্থানের চালিকাশক্তি। নতুন ধারণা, প্রযুক্তি এবং উদ্যোক্তামনস্কতার সংমিশ্রণে এই মডেল তরুণ প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এই যাত্রার সবচেয়ে বড় বাধা ফান্ডিং।