ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মালিক পক্ষের সঙ্গে জনকণ্ঠ পত্রিকার সাংবাদিকদের সমঝোতা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:২৩, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৪:৪৮, ৯ আগস্ট ২০২৫

মালিক পক্ষের সঙ্গে জনকণ্ঠ পত্রিকার সাংবাদিকদের সমঝোতা

ছবি: দৈনিক জনকন্ঠ।

গত ১ আগস্ট থেকে জনকণ্ঠ পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চলমান সমস্যা সমঝোতার মাধ্যমে নিরসন হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে উভয় পক্ষের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি শেষে জনকণ্ঠ সম্পাদক শামীমা এ খান সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসহ দেশের সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে জনকণ্ঠ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে এবং জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান শামীমা এ খান, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিশাল এ খানসহ মালিক পক্ষের সঙ্গে জনকণ্ঠ পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধি এই সমাঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির মধ্যে রয়েছে, জনকণ্ঠ পত্রিকার মালিক পক্ষ সাংবাদিক, কর্মকর্তা কর্ম ও কর্মচারীদের বকেয়া বেতন নিয়মিত পরিশোধ করা হরে। চাকরিচ্যুত সকল সাংবাদিককে অবিলম্বে পুনর্বহাল, সকল সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ধীরে ধীরে চালু করা, যেসব সাংবাদিকের চাকরির বয়স ৬ মাস পূর্ণ হয়েছে তাদের স্থায়ী করণ।

চুক্তি শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান বলেন, সংবাদকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আজকে উক্ত ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। জনকণ্ঠ পত্রিকা গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের বাক-স্বাধীনতায় বিশ্বাস করে এবং সেই অঙ্গীকার অব্যাহত রাখবে। আমরা দ্ব্যার্থহীনভাবে ঘোষণা করছি; আমাদের সদায় বদ্ধতা থাকবে দেশ দেশের জনগণের প্রতি।

মিরাজ খান

×