
ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরীর বীরত্ব ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি লিখেছেন, "উনি কথা রেখেছেন। নিজ গায়ে আগুন লাগা অবস্থায় নিজের দুই সন্তানের কথা না ভেবে প্রায় ২০টি শিশুর প্রাণ বাঁচিয়েছেন। শরীরের ৮০ শতাংশ পুড়ে গেলেও নিজের দায়িত্বে অবিচল ছিলেন। পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এক মহৎ আত্মত্যাগের মধ্য দিয়ে।"
শাওন আরও লেখেন, "উনার বিদায়ে কোনো রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়নি। দায়িত্বশীল কোনো ব্যক্তিকে তাঁর শেষ বিদায়ে কিছু বলতে শুনিনি। মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরীন চৌধুরী—আমার কাছে তিনিই মহামানব।"
শাওনের পোস্টের সঙ্গে যুক্ত করা ভিডিওতে দেখা যায়, মাহরীন চৌধুরী বলছেন, "আমি মাহরীন চৌধুরী। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনাদের সন্তানদের কিছু হয় তাহলে আমার উপর দিয়েই যেতে হবে। আপনাদের সন্তানদের রক্ষার দায়িত্বও আমাদের। বিপদে-আপদে সবসময় পাশে থাকবো।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1KKe58cKwE/
মারিয়া