
ছবি:সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক মোনালিসা শাহরিন সুস্মিতা সহ আটজন ক্যাডার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা সকলেই এনবিআর সংস্কার ঐক্যপরিষদের ব্যানারে চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
এর আগে, গত ১০ জুলাই এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন আন্দোলনে অংশগ্রহণকারী অনেক কর্মকর্তা। প্রায় দুই মাস ধরে চলা এই আন্দোলনের অবসান ঘটে ২৯ জুন, যখন এনবিআর সংস্কার ঐক্যপরিষদ ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করে।
এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল, যা পরবর্তীতে প্রশাসনিক আলোচনার মাধ্যমে স্থগিত করা হয়। তবে আন্দোলনের মূল সংগঠকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
তথ্যসূত্রঃ https://youtu.be/F53kyKixS5M?si=_vnlSpyfNvOm35ha
মারিয়া