
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলের বিভিন্ন সময়ে দেশের স্বার্থে সোচ্চার হতে গিয়ে অনেককেই অকাতরে জীবন দিতে হয়েছে কিংবা অনেককে চিরদিনের জন্য গুম করে করে দেয়া হয়েছে, যার মধ্যে অনেকের হদিস আজ অব্দি মেলেনি। সেই তালিকায় আবরার ফাহাদ থেকে শুরু করে ইলিয়াস আলীসহ রয়েছে নাম জানা-অজানা অসংখ্য নাম।
দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়—জুলাই গণঅভ্যুত্থান। সেই অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় ও নতুন প্রজন্মের কাছে তা জীবন্ত করে তুলতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।
সেই ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের’ কিছু ছবি জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স তাদের পেইজে শেয়ার দিয়ে তার ক্যাপশনে লিখেছে-
“ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের কন্ঠস্বর আমাদের সাহস জুগিয়েছিল। যারা আমাদের সেই গোলামির দিনগুলোতে স্বপ্ন দেখিয়েছিলো। যাদের শেষ করে দেওয়া হয়েছিলো শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করায়।
আজ সেই মানুষগুলো ঢাকার আকাশে। দিল্লির বিরুদ্ধে আমাদের জয় তো এখানেই।
দিল্লি না ঢাকা?”
শিহাব