ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দেশজুড়ে আজ থেকে চিরুনি অভিযান চলবে

প্রকাশিত: ১৪:২৯, ১৩ জুলাই ২০২৫

দেশজুড়ে আজ থেকে চিরুনি অভিযান চলবে

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী একের পর এক আলোচিত হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (১৩ জুলাই) থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মিটফোর্ডে ব্যবসায়ী খুনের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এক লিখিত বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজশাহীর নিউমার্কেটে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক নৃশংস ঘটনাগুলোর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি আরও জানান, “অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেন, “অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধ দমন এবং সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে চায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী।

শিহাব

×