
ছবি: সংগৃহীত
ঈদুল আজহার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবার (১৭ মে) খোলা রয়েছে দেশের ব্যাংক ও বীমা কার্যক্রম। সাধারণত সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আজ ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে।
জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রায় ১০ দিনের টানা ছুটি পড়ছে। এর মধ্যে রয়েছে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার)—যা সরকারি ছুটির আওতায় আসছে। ফলে ঈদের আগে-পরে ব্যাংক ও পুঁজিবাজারসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন বন্ধ থাকবে।
এই দীর্ঘ ছুটির সময়ে মানুষের আর্থিক লেনদেন ও নগদ টাকার প্রয়োজন বিবেচনায় রেখে বাংলাদেশ ব্যাংক এবং সরকার যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, ১৭ মে ও ২৪ মে (শনিবার)—এই দুটি দিনে ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদে বেতন, বোনাস, কেনাকাটা ও অন্যান্য লেনদেন বাড়তি চাপে রূপ নেয়। সেই চাপ সামলাতেই বিশেষ ব্যবস্থায় শনিবার ব্যাংক খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জনসাধারণ ও ব্যবসায়ীদের ভোগান্তি কমে।
সূত্র: https://www.youtube.com/watch?v=bsn8_TEIf1A
এএইচএ