
ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীরসহ সব বিতর্কিত ইস্যু মীমাংসায় ভারতের সঙ্গে বিস্তৃত সংলাপের আহ্বান জানিয়ে বলেন, “আমরা যুদ্ধ জিতেছি, কিন্তু চাই শান্তি।” শুক্রবার ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টে ইউম-ই-তাশাক্কুর (ধন্যবাদ দিবস) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “পানি বণ্টন ও কাশ্মীর সমস্যার সমাধান হলে সন্ত্রাসবিরোধী লড়াই ও বাণিজ্য নিয়েও আলোচনা হতে পারে।” তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান সন্ত্রাসবাদে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে ৯০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে ও ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
তিনি জানান, ভারত যখন ৬ মে রাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়, তখনই সেনাপ্রধান আসিম মুনির প্রতিআক্রমণের অনুমতি চান। “তার কণ্ঠ ছিল আত্মবিশ্বাস, সাহস ও দেশপ্রেমে ভরা,” বলেন প্রধানমন্ত্রী। পরদিন সকালে সেনাপ্রধান জানান, পাকিস্তান শক্তিশালী জবাব দিয়েছে এবং ভারত যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে।
শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফাল। পাকিস্তানি প্রযুক্তি ও চীনা সহযোগিতায় পরিচালিত এই পাল্টা আঘাত সারা বিশ্বকে চমকে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ ১৬০ কোটির বেশি মানুষের জীবন হুমকিতে ফেলতে পারে। “যদি পারমাণবিক যুদ্ধ হয়, তবে তা দেখে বলার মতো কেউই বেঁচে থাকবে না,” বলেন তিনি।
তিনি আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ও বেসামরিক বাহিনী বহু বছর ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে, আর তাদের ত্যাগেই অন্যান্য দেশ নিরাপদ রয়েছে। “আমরা সন্ত্রাসীদের আটক না করলে তারা অন্য দেশেও দাপিয়ে বেড়াত,” জানান তিনি।
সূত্র: https://www.dawn.com/news/1911473/islamabad-delhi-gained-nothing-but-miseries-from-wars-pm-shehbaz
এএইচএ