
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানি মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন এবং এটিকে জাতীয় গর্বের উৎস হিসেবে অভিহিত করেছেন।
সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক সংলাপে দেশটির সর্বোচ্চ কমান্ডার বলেন, “আমাদের মিডিয়া আমাদের গর্ব। ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের মিডিয়ার যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ভুলে যাওয়ার নয়।”
সেনাবাহিনী প্রধান স্বচ্ছতার ওপর গুরুত্ব আরোপ করে জানান, জনসাধারণের কাছে কিছুই গোপন করা হয়নি। “আমরা কিছুই লুকাইনি; আমরা সত্যটাই বলেছি,” তিনি বলেন, যা কঠিন সময়ে সশস্ত্র বাহিনীর খোলা যোগাযোগের প্রতিশ্রুতি তুলে ধরে।
তিনি আরও যোগ করেন যে, বহিরাগত হুমকির মুখে পাকিস্তানি জাতি যে ঐক্য প্রদর্শন করেছে তা প্রশংসনীয়। “সম্পূর্ণ জাতি শত্রুর মোকাবিলায় ঐক্যবদ্ধ ছিল,” সেনাপ্রধান উল্লেখ করেন।
এই মন্তব্যগুলো এমন সময় এসেছে যখন জাতীয় দৃঢ়তা এবং ঐক্যকে ভারতীয় সরকারপ্রায় ডিজিটাল প্রোপাগান্ডা মোকাবিলায় মূল চাবিকাঠি হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
পাকিস্তানি মিডিয়া ভারতীয় প্রোপাগান্ডাকে কাবু করার পাশাপাশি পাকিস্তান এয়ার ফোর্স সাম্প্রতিক আকাশযুদ্ধে ভারতীয় জেটগুলোকে ধ্বংস করেছে। সেনাবাহিনী প্রধান আগে এয়ার হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন এবং পাকিস্তান এয়ার ফোর্সের সাম্প্রতিক ভারতীয় আগ্রাসন প্রতিহত করার সফল প্রচেষ্টাকে প্রশংসা করেন।
সেনাবাহিনী প্রধান পিএএফের পেশাদারিত্ব, প্রস্তুতি এবং সাহসিকতার কথা তুলে ধরে শত্রু বিমানগুলোর ধ্বংসের জন্য প্রশংসা করেন। তিনি পাকিস্তানের তিন শাখার সশস্ত্র বাহিনীর মধ্যে উদাহরণস্বরূপ সমন্বয়ও তুলে ধরেন এবং দেশের নিরাপত্তা রক্ষায় তাদের ঐক্যের শক্তি জোর দিয়ে বলেন।
তিনি পাকিস্তানের ভূখণ্ডীয় সার্বভৌমত্ব রক্ষায় অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সতর্ক করেন যে, দেশের ভূ-সীমার কোনো লঙ্ঘন সহ্য করা হবে না। যে কোনো আগ্রাসনের প্রতিও কঠোর জবাব দেওয়া হবে। এই পরিদর্শন পাকিস্তানের সেনা ও বিমান বাহিনীর মধ্যে শক্তিশালী সমন্বয় ও পারস্পরিক সম্মানের প্রতিফলন ঘটায়, যা আঞ্চলিক চ্যালেঞ্জের মাঝে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।
সূত্র: https://pakobserver.net/pak-media-played-frontline-role-in-exposing-indian-disinformation-coas-asim-munir/
এএইচএ