ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

উপদেষ্টাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব 

প্রকাশিত: ১৮:৫৬, ১৬ মে ২০২৫; আপডেট: ১৮:৫৮, ১৬ মে ২০২৫

উপদেষ্টাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব 

উপদেষ্টাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। একটি বেসরকারি গণমাধ্যমের টকশো'তে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হামলা বা বোতল ছুড়ে মারাকে আপনি এখানে নিরাপত্তা দুর্বল ছিল এটা বলতে পারেন না। শিক্ষার্থীদের হাতেই তো বোতল ছিল, আর ভিডিও প্রকাশ হয়েছে এটার কীভাবে বোতলটা ছুড়ে মেরেছে। এটার সাথে নিরাপত্তা দুর্বল ছিল এটা বলা মুশকিল। 

হামলায় শিক্ষার্থীকে আ্যরেস্ট করা হয়নি কেন, বা ওই শিক্ষার্থী নিজেও একটা ব্যাখ্যা দিয়েছে। কিন্ত পুলিশ এই টোটাল বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করছে। 

তিনি আরো বলেন, যে উপদেষ্টা আক্রান্ত হয়েছে, তিনিও এটা নিয়ে কথাবার্তা বলছেন। এটা নিয়ে তাৎক্ষণিকভাবে একজন শিক্ষার্থীকে আ্যরেস্ট করে ফেলা কোন সমাধান নয়। তবে এটা যে উচিত হয়নি তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বলছে, সাধারণ মানুষও বলছে। উপদেষ্টা নিজেও বলেছেন এটা করা উচিত হয়নি।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1AZ96rQweo/

রিফাত

আরো পড়ুন  

×