ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তান বলছে — এবার পাল্টা পাল্টা নয়, সরাসরি জবাব

প্রকাশিত: ০৮:৫০, ১০ মে ২০২৫

পাকিস্তান বলছে — এবার পাল্টা পাল্টা নয়, সরাসরি জবাব

ছবি: সংগৃহীত

ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে বুধবার পাকিস্তান ভূখণ্ডে কথিত "সন্ত্রাসী ঘাঁটিতে" ভারতীয় বিমান হামলার পর থেকে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণসহ ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই পাকিস্তানের। ভারত এবার শুধু কাশ্মীর নয়, পাকিস্তানের অভ্যন্তরেও একাধিক শহরে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি।

পাকিস্তানি সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি। ভারতকে সতর্ক করে তিনি বলেন, “এবার আমাদের জবাবের অপেক্ষা করুন।”

দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষ কেবল সীমান্তে সীমাবদ্ধ না থেকে অভ্যন্তরেও ছড়িয়ে পড়েছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের শত শত ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। তবে পাকিস্তান বলছে, ভারত মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং কিছু হামলায় নিজেদের ভূখণ্ডেই বোমা ফেলেছে।

দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ তুলেছে। সীমান্তের দু’পাশেই শিশু ও নারীসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর থেকেই সেখানে সহিংসতা বেড়েছে। চলমান সংঘর্ষের ফলে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হয়েছে, বাতিল হয়েছে বহু ফ্লাইট। ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ এবং সীমান্তবর্তী অঞ্চলের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতের আইপিএল ও পাকিস্তানের নিজস্ব টি-টোয়েন্টি লিগ স্থগিত করা হয়েছে।

বিশ্ব নেতারা উভয় পক্ষকে সংযম দেখাতে বললেও, এখনও পর্যন্ত কোনো কার্যকর মধ্যস্থতার উদ্যোগ দেখা যায়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

 

সূত্র: https://www.france24.com/en/live-news/20250509-pakistan-warns-won-t-de-escalate-as-conflict-with-india-spirals

আবীর

×