
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
হাসনাতের সঙ্গে সেখানে আরও অনেকে যোগ দিয়েছেন। তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও এই কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে ছাত্র-জনতার এই অবস্থান কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ শুক্রবার (৯ মে) ভোরে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আপ বাংলাদেশ জিন্দাবাদ, চালিয়ে যাও সবসময় পাশে আছি।’
সূত্র: https://www.facebook.com/share/15qwfL8d6H/
রাকিব