
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরল সীমান্তে ফের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সীমান্তের বাংলাদেশ অংশ থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে।
ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী কিশোর জানায়, “মারধর শুরু করে বিএসএফ। হঠাৎ কয়েকজন বিএসএফ সদস্য এসে কাউকে কিছু না বলেই মারতে শুরু করে। তারা বলছিল— ‘ব্যাটারে ধর’। তখন গ্রামবাসীরা দৌড়ে পালায়, কিন্তু এর মধ্যেই দুইজনকে ধরে নিয়ে যায়।”
তিনি আরও জানান, “তাদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলেও বিএসএফ তাকে ধাওয়া করে ধরে ফেলে। আরেকজন, যিনি আমার আঙ্কেল, তিনি বোঝাতে চেয়েছিলেন সীমান্তের অবস্থান— অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারতে পড়ে। কিন্তু বিএসএফ তার কথা শোনেনি। একজনকে হ্যান্ডকাপ পরিয়ে, আরেকজনকে গামছা দিয়ে বেঁধে তারা নিয়ে যায়।”
ঘটনার পরপরই স্থানীয় জনতা প্রতিবাদে ফেটে পড়ে এবং পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় নাগরিককে ধরে ফেলে। পরে বিজিবিকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসে।
বর্তমানে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=_TwtiDqGNzY
আবীর