
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন মিথ্যা তথ্য প্রচার করছে এবং আওয়ামী লীগ তাদের এই অপতথ্য প্রচারে সহায়তা করছে। তিনি বলেন, “মানুষ এখন ভিডিও দেখে, নিউজ পড়ে না। এই সুযোগে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।” শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের পান্ডারা একটি ভিডিও ছড়িয়ে দিয়েছিল, যাতে দাবি করা হয়েছিল জামায়াতের নেতাকর্মীরা এক ছেলেকে জবাই করছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ওই ভিডিওটি ল্যাটিন আমেরিকায় ড্রাগ সংক্রান্ত ঘটনায় ধারণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “এগুলো মানুষ বিশ্বাস করছে, কারণ তারা ফ্যাক্ট চেকিং জানে না।”
তিনি বলেন, “আগামী নির্বাচন সামনে রেখে আমাদের গণমাধ্যমকে এসব অপতথ্য প্রচারের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে। প্রতিটি পত্রিকার ফ্যাক্ট চেকিং সেল থাকা প্রয়োজন।”
প্রেস সচিব বলেন, “সরকার কোনও সাংবাদিকের চাকরি হারানোর সঙ্গে জড়িত নয়। এই সরকার কোনও সংবাদমাধ্যম বা প্রেস বন্ধ করেনি। সবাই স্বাধীনভাবে কাজ করছে।”
শিহাব