
তুরাগ তীরে শুরু বিশ্ব ইজতেমা
টঙ্গী তুরাগ তীরে আয়োজিত হবে দেশের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ।
আগামী শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। এই ধর্মীয় সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করবেন। ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় শেষ এবং মুসল্লিরা ইতোমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন।
দুই পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা।
এবারের ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীরা অংশগ্রহণ করবেন। প্রথম পর্ব হবে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্ব হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি
ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ইজতেমা ময়দানে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে চট, পাটি বিছিয়ে অবস্থান নিচ্ছেন। তারা রান্নাবান্না করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসেছেন।
ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় শেষ এবং মুসল্লিদের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দানে আসা সকল মুসল্লিদের প্রতি অনুরোধ করা হচ্ছে, তারা যেন শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজন করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন।
ইসরাত