ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

এগুলো তো আমরা ছাত্রলীগের মধ্যে দেখেছিলাম: জাহেদ উর রহমান

প্রকাশিত: ১১:০৭, ২৮ জানুয়ারি ২০২৫

এগুলো তো আমরা ছাত্রলীগের মধ্যে দেখেছিলাম: জাহেদ উর রহমান

ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বক্তব্য রাখেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমান । 

সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। ৭ কলেজের আন্দোলনের প্রসঙ্গ উঠে আসে। এক প্রসঙ্গে তিনি বলেন, এগুলো তো আমরা ছাত্রলীগের মধ্যেই দেখেছিলাম। 

উক্ত বক্তব্য রাখার সময় তিনি আরো বলেন, সাত কলেজের ছাত্ররা রাস্তা ব্লক করে রেখেছেন। এটা এবারই না এর আগেও তারা করেছেন। এবং বেশ ভোগান্তি তৈরি করেছেন। 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, গতকাল তারা যে পাঁচ দফা দাবি নিয়ে নেমেছেন, আপনি খেয়াল করবেন সে দাবিগুলো খুবই সাধারণ দাবি। আমি মনে করি তাদের সঙ্গে খুব অমানবিকভাবে আচরণ করেছি আমরা। 

তাদের অবস্থান নিয়ে তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর সেখানে হামলা করে। এই যে হামলা, আমি বলতে বাধ্য হচ্ছি, এইগুলো তো আমরা ছাত্রলীগের মধ্যেও দেখেছি।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=_lreCx7ITRc

শিলা ইসলাম

×