ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

দলীয় নেতাকর্মীদের বিশেষ পাঁচ নির্দেশনা দিল আওয়ামী লীগ

প্রকাশিত: ১৮:২৪, ১১ নভেম্বর ২০২৪

দলীয় নেতাকর্মীদের বিশেষ পাঁচ নির্দেশনা দিল আওয়ামী লীগ

গতকাল ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ঘিরে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। একই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাথে বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

দিনভর নানা নাটকীয়তার পর,জানা যায় জিরো পয়েন্টে আওয়ামী লীগের পারফরমেন্স ছিল জিরো।

আজ ১১ ই নভেম্বর সোমবার কালকের কর্মসূচি সফল করতে না পারায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দলীয় নেতাকর্মীদের নতুন বার্তা দেওয়া হয়। ১১ই নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুকের সেসব নির্দেশনা পাঠকদের জন্য তুলে ধরা হল।

নির্দেশনা 

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা - কর্মী ও সমর্থকবৃন্দ

-ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন 

- নিজেদের পরিকল্পনা ও কথোপকথন 

- আন্দোলন সংগ্রাম এর ছবি

- নিজেদের বর্তমান লোকেশন [অবস্থান]

- নিজেদের ব্যবহৃত ফোন নম্বর

উল্লেখিত নির্দেশনা মেনা চলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে দলটি।

ফুয়াদ

×