
উদ্ধারকৃত ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১এপিবিএন) তৎপরতায় উদ্ধার হয়েছে ৪২টি হারানো মুঠোফোন। পরবর্তীতে উদ্ধারকৃত ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। হারানো মুঠোফোন হাতে পেয়ে প্রকৃত গ্রাহকরা এপিবিএন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চুরি হওয়া বা হারিয়ে যাওয়া বিভিন্ন জিডির/মামলার উপর তদন্তপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় গত মাসে এই ৪২টি মোবাইল উদ্ধার করা হয়। ১ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) একেএম মোশারফ হোসেন মিয়াজির নির্দেশনায় একটি চৌকস সাইবার টিম তথ্য প্রযুক্তি ব্যবহার পূর্বক মোবাইল ফোন সনাক্ত করে তা আভিযানিক দলের মাধ্যমে উদ্ধার করে।
১ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) একেএম মোশারফ হোসেন মিয়াজির জানান, ১ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সাইবার টিম প্রতি মাসেই একইভাবে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আসছে। এই ধারা অব্যাহত রয়েছে। এমন ভুক্তভোগীদের ১ এপিবিএন এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
ফজলু