
ফাইল ছবি।
নির্বাচনি বিরোধ নিষ্পত্তিতে ৫ সিটি করপোরেশনে ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৬ জুন) ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের সিনিয়র সহকারী জজকে নিয়ে নির্বাচনি ট্রাইব্যুনাল, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের কাজ হবে যে কোনো নির্বাচনি বিরোধ নিষ্পত্তি করা। ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ অভিযোগ করলে তা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল।
তবে ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে যাওয়া যাবে আপিল ট্রাইব্যুনালে। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল করার ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল।
এমএম