ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কুমিল্লায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ চলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

প্রকাশিত: ১২:১৬, ৬ জুন ২০২৩; আপডেট: ১২:১৮, ৬ জুন ২০২৩

কুমিল্লায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ চলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

আ.লীগের দুপক্ষের সংঘর্ষ 

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। 

শোডাউন আয়োজনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ৯টা থেকে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার প্রতিপক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ চলছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দেখা গেছে, দুইপক্ষই দেশীয় অস্ত্র হাতে মহাসড়কের মাঝে অবস্থান নিয়েছে। থেমে থেমে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, মিজানুর রহমানের সমর্থকদের শোডাউন ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

টিএস

×