ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবায়নযোগ্য জ্বালানির নতুন দ্বার ॥ চাঁপাইনবাবগঞ্জে পুকুরে একই সঙ্গে চাষ হচ্ছে মাছ

প্রথম ভাসমান প্যানেলের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে

স্বপ্না চক্রবর্তী ও জাহিদ হাসান মাহবুব

প্রকাশিত: ০১:৩৩, ৩ জুন ২০২৩

প্রথম ভাসমান প্যানেলের  সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে

.

বছরের শুরুতেই বিদ্যুতে নানামুখী সুখবর দিয়েছিল সরকারভারতের আদানি গ্রুপের বিদ্যু, রামপালের দ্বিতীয় ইউনিটের উপাদন শুরু, নেপাল থেকে জলবিদ্যু আমদানিসহ আরও কিছু বিদ্যুকেন্দ্রের বিদ্যু জাতীয় গ্রিডে যোগ করার ঘোষণা দেয় সরকারকিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমূল্য, ডলার সংকটে কয়লা আমদানি বন্ধসহ নানামুখী কারণে সম্প্রতি কঠিন সময় পার করছে দেশের বিদ্যু ও জ্বালানি খাতএমনকি কয়লা সংকটে বন্ধ হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুকেন্দ্র পায়রার দ্বিতীয় ইউনিটের উপাদনও

এ সংকটের সময় সুখবর পাওয়া গেল নবায়নযোগ্য জ্বালানিতেপ্রথমবারের মতো দেশের জাতীয় গ্রিডে যোগ হলো ভাসমান সৌর বিদ্যুকেন্দ্রের উপাদিত বিদ্যুপরিমাণে খুবই কম হলেও তা সফলভাবে পরীক্ষামূলক সময় পার করলে দেশের বিদ্যু খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে প্রথম ভাসমান সৌর বিদ্যুকেন্দ্র উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুকেন্দ্রে উপাদন শুরু হয়েছেবিদ্যুকেন্দ্রটির মোট উপাদন ক্ষমতা ২ দশমিক ৩ মেগাওয়াটপ্রকল্পটির ফলে একই জলাশয় থেকে মিলবে মাছ ও বিদ্যুএ সব তথ্য জানিয়েছেন খোদ বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদতিনি জনকণ্ঠকে বলেন, আগামী কয়েক মাস আমরা এই জলাশয়ে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবপরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তীতে দেশের বিভিন্ন জলাধারে আমরা আরও বড় পরিসরে বিদ্যুপাদনের উদ্যোগ নেবদেশের লোডশেডিং ও জ্বালানি সংকটের এই সময়ে এমন পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরাওতবে জীববৈচিত্র্যে নেতিবাচক কোনো প্রভাব যাতে না পড়ে, এ বিষয়টিকেও নজরে নেওয়ার দাবি তাদের

দেশের একমাত্র ভাসমান সৌরবিদ্যুপাদন কেন্দ্রটি স্থাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরের দুটি পুকুরেএই কেন্দ্র থেকে বিদ্যু যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডেওবিদ্যুসংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বিদ্যু চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং কমাতে ভূমিকা রাখবে

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার বুলনপুরে অবস্থিত নবাব অটো রাইস মিলএই মিলের ভেতরে রয়েছে ছোট-বড় সব মিলিয়ে ৫২টি পুকুরএর মধ্যে দুটি পুকুরে পরীক্ষামূলকভাবে সম্প্রতি সৌর বিদ্যুকেন্দ্র স্থাপন করা হয়েছেনেট মিটারিং পদ্ধতিতে এই প্রকল্পের অংশীদার নবাব অটো রাইস মিল, জুলস পাওয়ার লিমিটেড ও জাতীয় পাওয়ার গ্রিড

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘণ্টায় গড়ে ২ দশমিক ৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির দশমিক ৮ মেগাওয়াট (৮০০ কিলোওয়াট) সৌর প্যানেল ভাসমান অবস্থায় স্থাপন করা হয়েছে অটো রাইস মিল মালিকের পুকুরের পানির ওপরবাকি সৌর প্যানেল বসানো হয়েছে ওই রাইস মিলের ছাদেসব মিলিয়ে মোট ১৫০০টিরও বেশি সোলার প্যানেলের ব্যবহার করা হয়েছেসোমবার এই কেন্দ্র থেকেই উপাদিত বিদ্যু জাতীয় গ্রিডে যুক্ত হওয়া শুরু হয়েছে

জুলস পাওয়ার লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাহিদুজ্জামান বলেন, ওপেক্স মডেলের আওতায় অনগ্রিড এই সৌর বিদ্যুকেন্দ্রটি নির্মিত হয়েছেআমাদের প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে কেন্দ্রটি নির্মাণ করেছেইতোমধ্যে বিদ্যুপাদনও শুরু হয়েছেবর্তমানে এখান থেকে উপাদিত প্রতি ইউনিট বিদ্যু ৮ টাকা ১০ পয়সা দরে কিনছেন অটো রাইস মিল কর্তৃপক্ষকয়েক দিন আগেও এই মিল মালিক বিদ্যু বিতরণ কোম্পানি নেসকোর কাছ থেকে ১০ টাকা ৬০ পয়সা দরে বিদ্যু কিনছিলেনঅর্থা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য তার আড়াই টাকা সাশ্রয় হচ্ছে

তিনি আরও বলেন, প্রতি মাসে উপাদিত বিদ্যুতের ইউনিট হিসেবে বিল পরিশোধ করবেন মিল মালিকএভাবে ১২ বছর ধরে বিল পরিশোধের পর পুরো কেন্দ্রটি বিনামূল্যে ওই ক্রেতার কাছে হস্তান্তর করা হবেএরপর তিনি এই কেন্দ্র থেকে বিনামূল্যে বিদ্যু ব্যবহার করতে পারবেনএ ক্ষেত্রে সামান্য কিছু রক্ষণাবেক্ষণের খরচ লাগতে পারে

পানিতে সৌর প্যানেল ভাসানোর জন্য ফুড গ্রেডের প্লাস্টিক ব্যবহার করা হয়েছেএতে করে পানি কিংবা মাছের কোনো ক্ষতি হবে নাআগামী ২০ বছর এর গুণগত মান অক্ষুণœ থাকবেপানিতে সৌর প্যানেলগুলো এমনভাবে বসানো হয়েছে যেন মাছের স্বাভাবিক জীবনচক্রে ব্যাঘাত না ঘটে, সেদিকেও খেয়াল রাখার কথা জানালেন নাহিদুজ্জামান

আগামী দুই বছরের মধ্যে সোলার থেকে অন্তত ২ হাজার মেগাওয়াট বিদ্যুপাদনের লক্ষ্যে বছরের শুরুতেই স্বাক্ষরিত হয় সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্কেরপাশাপাশি আরও অন্তত ৫টি প্রকল্পের কাজ শুরু করার কথা জানায় বিদ্যু বিভাগএর মধ্যে রয়েছে বায়ু বিদ্যু প্রকল্পওএ সব প্রকল্প থেকে বছরে অন্তত ৫০০ মেগাওয়াট বিদ্যু জাতীয় গ্রিডে যোগ হবেন্যূনতম মূল্যে এ সব বিদ্যু পাবেন গ্রাহকরাফলে বিদ্যু ও জ্বালানির যে বৈশ্বিক সংকট তা অনেকটাই কাটবে বলে আশা সংশ্লিষ্টদের

বর্তমানে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যু বুধবার জাতীয় সংসদে এক বক্তব্যে বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১১৬৯ দশমিক ৭৪ মেগাওয়াট বিদ্যুপাদিত হচ্ছেযার মধ্যে সৌরবিদ্যু থেকে অফ গ্রিডে ৩৫৭ দশমিক শূন্য ৯ মেগাওয়াট এবং অন-গ্রিডে ৫৭৮ দশমিক ৬৬ মেগাওয়াটসহ মোট ৯৩৫ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুপাদিত হচ্ছে

নবায়নযোগ্য জ্বালানিতে আরও যত পরিকল্পনা বাংলাদেশ বিদ্যু উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিরাজগঞ্জ সোলার পার্ক প্রকল্পের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) এবং ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ) সই হয় চলতি বছরের জানুয়ারিতেএ সময় জানানো হয়, এই প্রকল্প থেকে উপাদিত বিদ্যু বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যোগ হবে চলতি বছরের ডিসেম্বরেএর কিছুদিন পর সৌর বিদ্যুতের সম্প্রসারণে ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের (আইএসএ) সঙ্গে কান্ট্রি পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করে বাংলাদেশএ চুক্তির আওতায় সৌর বিদ্যুতের সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি হবেএর মাধ্যমে একটি সোলার রোডম্যাপ (২০২০-২০৪১) তৈরি হবেবাংলাদেশ রাইস রিসার্চ ইনিস্টিউটকে (ইজজও) ২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ১২টি ট্রলি মাউন্টেড সোলার ইরিগেশন সিস্টেম, ২ কিলোওয়াট ক্ষমতার ১২টি পোর্টেবল সোলার ধান মাড়াই যন্ত্র এবং ১.৫ কিলোওয়াট ক্ষমতার সোলার ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছেএ ছাড়াও পরিকল্পনায় রয়েছে, ২২ কিলোওয়াট ক্ষমতার দুইটি রুফটপ সোলার স্থাপন এবং যে কোনো একটি রেলওয়ে প্ল্যাটফর্মে রুফটপ সোলার প্রকল্প স্থাপন

চুক্তি স্বাক্ষরের সময় বিদ্যু বিভাগ জানায়, ফ্লোটিং সোলার প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পাদন ও ফ্লোটিং সোলার প্রকল্প স্থাপনে সহায়তাপানি বোর্ডের নিয়ন্ত্রণাধীন দুটি ম্যানুয়াল স্লুইসগেটকে ফ্লোটিং সোলারের মাধ্যমে অটো স্লুইসগেটে রূপান্তর করাএ লক্ষ্যে প্রয়োজনীয় মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি, তথ্য বিনিময় এবং সর্বোত্তম অনুশীলনকে উসাহিত করা হচ্ছেএ ছাড়া সোলার পাওয়ারড কোল্ড স্টোরেজ স্থাপনও এ চুক্তির আওতায় সহায়তার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও জানানো হয়এর বাইরেও পাবনায় ৬৪ মেগাওয়াট সোলার প্রকল্পের কাজ চলছে, যা থেকে আগামী বছরের জুন মাস নাগাদ জাতীয় গ্রিডে যোগ হবে ৬৪ মেগাওয়াট বিদ্যু

এর বাইরে বিদ্যু বিভাগের পরিকল্পনা মোতাবেক জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়িতে একটি ৪০ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের পাশাপাশি পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুকেন্দ্র, পাবনার হেমায়েতপুরে ৩৫ মেগাওয়াট সৌরবিদ্যু প্রকল্প এবং ২৪৩ মেগাওয়াট সৌর অথবা বায়ু বিদ্যুকেন্দ্রের জন্য জমি খোঁজা হচ্ছে

বিদ্যু বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৯১০.৮২ মেগাওয়াট বিদ্যুপাদন হলেও সরকারের অগ্রাধিকার ভিত্তিতে চলমান রয়েছে আরও অন্তত ৩২টি প্রকল্পের কাজ, যা থেকে পাওয়া যাবে এক হাজার ৪৪২ মেগাওয়াট বিদ্যুশুধু তাই নয়, প্রক্রিয়াধীন থাকা আরও ৭৬টি প্রকল্পের মাধ্যমে উপাদন হবে প্রায় ৪ হাজার ৬৩২ মেগাওয়াট বিদ্যুএর পাশাপাশি আমদানি প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে নেপালের জলবিদ্যুতেরওফলে দেশে চলমান বিদ্যু সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

 

এগিয়ে চলছে বর্জ্য বিদ্যু প্রকল্পের কাজ বিদ্যু বিভাগ বলছে, জ্বালানি সংকটে দেশে দেশে বিদ্যুপাদনে সংকট সৃষ্টি হচ্ছেতাই নতুন করে জোর দেওয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতেবাংলাদেশেও জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুপাদনে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছেএরই ধারাবাহিকতায় কিছুদিন আগে স্বাক্ষরিত হয়েছে বর্জ্য থেকে বিদ্যুপাদনের আরেকটি চুক্তিনারায়ণগঞ্জের জালকুড়িতে বাস্তবায়িত হতে যাওয়া ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুকেন্দ্রটি স্থাপন হলে এই কেন্দ্র থেকে ইউনিটপ্রতি প্রায় ২০ টাকায় বিদ্যু কেনা হলেও মাত্র ৫ থেকে ৬ টাকায় বিক্রি করা যাবে জানিয়ে বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এই ঘাটতির সংস্থান করবে বিদ্যু বিভাগ

জনকণ্ঠকে তিনি বলেন, এর মূল কারণ হচ্ছে প্রধানমন্ত্রী চেয়েছেন দেশের সব বর্জ্য ব্যবস্থাপনার একটি নির্দিষ্ট কাজ হোকতার আগ্রহের কারণেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছেতিনি বলেন, শুধু তাই নয়, এই কেন্দ্রটি স্থাপন হলে নারায়ণগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা অনেক ভালো অবস্থানে আসবেএই কেন্দ্র থেকে নো-পেমেন্ট নো-ইলেকট্রিসিটি অনুযায়ী বিদ্যু নেওয়া হবেএখান থেকে প্রতি ইউনিট বিদ্যু ২০ দশমিক ৯১ সেন্টে কিনবে পিডিবিএই চুক্তি সইয়ের পর ৪৫৫ দিনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি

স্থাপিত হচ্ছে বায়ু বিদ্যুকেন্দ্রও শুধু বর্জ্য বিদ্যু নয়, জোর দেওয়া হচ্ছে বায়ু বিদ্যুতেওএ লক্ষ্যে মোংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকারএ জন্য বাংলাদেশ বিদ্যু উন্নয়ন বোর্ড-বিপিডিবি গত রবিবার সন্ধ্যায় চীনের একটি কনসোর্টিয়ামের সঙ্গে একটি চুক্তি সই করেএই চুক্তির আওতায় কনসোর্টিয়াম অব ইনভিশন এনার্জি, জিয়াংসু কোম্পানি লিমিটেড, চায়না, এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইনভিশন রিনিউয়েবল এনার্জি লিমিটেড, হংকংয়ের যৌথ উদ্যোগে এই মোংলা গ্রিন পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করবে

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে যদিও বায়ু থেকে মাত্র ২৯ মেগাওয়াট বিদ্যুপাদন করা হয়কিন্তু ৩টি প্রকল্পের মাধ্যমে ১৪৫ মেগাওয়াট বিদ্যুপাদনের কাজ চলমান, ৫টি প্রকল্পের অধীনে আরও ২৩০ মেগাওয়াট বায়ু বিদ্যু প্রক্রিয়াধীন, তবুও বায়ুভিত্তিক বিদ্যুকেন্দ্রের আকার আরও বড় হবেআমেরিকার ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি প্রদত্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের উপকূলীয় এলাকা বিশেষত খুলনার দাকোপ, চট্টগ্রামের আনোয়ারা এবং চাঁদপুরের নদী মোহনার এলাকায় ১০০ মিটার উচ্চতায় বাতাসের গড়বেগ প্রতি সেকেন্ডে ৬ মিটারের বেশি, যা বায়ু বিদ্যুপাদনে অত্যন্ত সম্ভাবনাময়পিডিবি জানায়, ২০ বছর মেয়াদি এই কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যু কেনা হবে ১৩ টাকায়প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৯৬.৫৯৭ মিলিয়ন মার্কিন ডলারচুক্তি সইয়ের দুই বছরের মধ্য কেন্দ্রটি উপাদনে আসার কথা রয়েছে

সৌর বিদ্যুতে সাফল্য এতসব নবায়ণযোগ্য জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে সৌর বিদ্যুপাদনেসৌর বিদ্যুপাদনে ইতোমধ্যে সরকারি কোম্পানিগুলোকে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছেবেসরকারি উদ্যোক্তারাও সৌর বিদ্যুকেন্দ্র নির্মাণে দৌড়ঝাঁপ করছে

বিদ্যু বিভাগ বলছে, ভারত তাদের দেশের ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানিতে বিদ্যুপাদনকারীদের একটি লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেবিদ্যুপাদনকারী কোম্পানিগুলো যে পরিমাণ বিদ্যুপাদন করবে তার ১০ ভাগ নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুপাদন করতে হবেএই নীতিতে দেশটিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুপাদনে উল্লেখযোগ্য পরিমাণ অগ্রসর হয়েছেযদিও বাংলাদেশে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তবুও পিছিয়ে নেই সরকারপাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান অনুযায়ী, দেশে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ৩ হাজার ৬৬৬ মেগাওয়াট বিদ্যুপাদনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে

×