ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকা-চিলাহাটি রুটে নতুন ট্রেন ‘নীলফামারী এক্সপ্রেস’

প্রকাশিত: ২০:০১, ২৯ মে ২০২৩; আপডেট: ২০:০৪, ২৯ মে ২০২৩

ঢাকা-চিলাহাটি রুটে নতুন ট্রেন ‘নীলফামারী এক্সপ্রেস’

ট্রেন

ঢাকা-চিলাহাটি রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘নীলফামারী এক্সপ্রেস’। আগামী ৪ জুন এই দিবাকালীন আন্তঃনগর ট্রেন চলাচলের নামকরণ ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ মে) বাংলাদেশ রেলওয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিলাহাটি থেকে প্রতিদিন এ ট্রেন সকাল ৬টায় ছেড়ে বিকাল ৩.১০টায় কমলাপুর স্টেশনে পৌঁছাবে। আবার সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় চিলাহাটি পৌঁছাবে। এ ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার।

নীলফামারী এক্সপ্রেস চলাচেলের সময় ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পারবর্তীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে।

 এসআর

×