ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২২

প্রকাশিত: ১১:৩১, ১৬ এপ্রিল ২০২৩; আপডেট: ১১:৫৭, ১৬ এপ্রিল ২০২৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২২

প্রতীকী ছবি।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৬ এপ্রিল) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি থেকে বলা হয়, শনিবার (১৫ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবা, ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ছাড়াও ২১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ১৬টি মামলা করা হয়েছে।

এমএম

×