ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে করোনার সময় কর্মসংস্থান বেড়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ মার্চ ২০২৩

দেশে করোনার সময় কর্মসংস্থান বেড়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশে করোনা ভাইরাসের সময় কর্মসংস্থান কমেনি বরং বেড়েছে। করোনার সময় শহর ছেড়ে অনেকে গ্রামে গিয়ে মাছ, সবজি চাষ করেছে। অনেকে মিষ্টি কুমড়া চাষ করেছে। নারীর কর্মসংস্থান বেড়েছে।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’-এর প্রভিশনাল রিপোর্টে এ চিত্র উঠে এসেছে বলে জানান প্রতিমন্ত্রী।

এদিন আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিবিএস। বেকারত্বের এই হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেয়া মানদণ্ড অনুযায়ী করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, করোনার সময় কর্মসংস্থান ও দারিদ্র্য কমেছে। সরকার বিশেষ কিছু পদক্ষেপ নেয়ার কারণে কর্মসংস্থান বেড়েছে।

তিনি বলেন, করোনার সময় ২০ শতাংশ থেকে দারিদ্র্য কমে ১৬ শতাংশ হয়েছে। সরকার বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। 

অনুষ্ঠানে বিবিএস জানায়, দেশে এখন বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে,  আগে যা ছিল ৪ দশমিক ২ শতাংশ। বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার আর বেকার মহিলার সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

এমএইচ

×