ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ পুলিশ সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী

‘সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে’

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩২, ১ সেপ্টেম্বর ২০২২

‘সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে’

জাতিসংঘের সদরদপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছে বুধবার জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লদিমির ভরনকভ এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন তিনি

তৃতীয় জাতিসংঘ পুলিশ সামিটের সাইডলাইনে আয়োজিত অপর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেইয়াকা সনকোর সাথেও বৈঠক করেন এসময়  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক . বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ পুলিশ সদরদপ্তর জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন

জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের আন্ডার সেক্রেটারি-জেনারেল (ইউএসজি) এর সাথে বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সরকার গৃহীত সন্ত্রাস দমন বিষয়ক বিভিন্ন উদ্যোগ নীতিসমূহ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে এক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাতিসংঘের এই অফিসের সাথে আরও নিবিড়ভাবে কাজ করে যাবেন বলেও জানান তিনি  এসময় আন্ডার সেক্রেটারি-জেনারেল সন্ত্রাস দমন এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন নীতি, উদ্যোগ এবং সফলতার প্রশংসা করেনতিনি ২০২৩ সালের জুনে অনুষ্ঠিতব্য সন্ত্রাস-বিরোধী সংস্থাসমূহের প্রধানদের আসন্ন উচ্চ-পর্যায়ের সম্মেলনে বাংলাদেশকে অংশ নিতে আমন্ত্রণ জানান বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে আন্ডার সেক্রেটারি-জেনারেল সন্ত্রাসে অর্থায়ন, পারমাণবিক সন্ত্রাসবাদ, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহায়তাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রসারিত করতে জাতিসংঘ প্রস্তত রয়েছে বলে জানান

গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুইমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা, রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সন্ত্রাস দমন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে দুই দেশের মধ্যে চলমান ভবিষ্যত সহযোগিতা নিয়ে আলোচনা করেন

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সাফল্য অনুকরণীয় ভূমিকা অবদানের ভূয়সী প্রশংসা করেন গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীতিনি গাম্বিয়ার শান্তিরক্ষী বিশেষ করে পুলিশ বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন গাম্বিয়ার শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক . বেনজীর আহমেদ এসবময় জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের অবদানের কথা তুলে ধরেন গাম্বিয়ার পুলিশ বাহিনীর জন্য প্রশিক্ষণ সহায়তা সম্প্রসারণে বাংলাদেশের পুলিশের সক্ষমতা সম্পর্কে গাম্বিয়ান প্রতিনিধিদলকে অবহিত করেন তিনি

রোহিঙ্গা ইস্যুতে বিশেষ করে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, আশ্রয় আরও দীর্ঘায়িত করা অসম্ভব  বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার জনগণের প্রশংসা করেন গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসু আলোচনা করেন দুইমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু বেঞ্চ রোপনকৃত বৃক্ষ পরিদর্শন করেনএসময় তাঁর সঙ্গে ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক . বেনজীর আহমেদ

পরে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফররত প্রতিনিধি দল নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন এসময় মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন

×