ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইএসডির শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শন

প্রকাশিত: ১৯:১৫, ২১ মে ২০২২

আইএসডির শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শন

স্টাফ রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এর বার্ষিক সুইমিং গালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে সাঁতারের আনন্দ ছড়িয়ে দিতে করোনা মহামারি প্রাদুর্ভাবের পর এবারই প্রথম সুইমিং গালা আয়োজন করলো প্রতিষ্ঠানটি। দুটি বিভাগে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। রিলে, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক এবং আইএম ক্যাটাগরিতে ২৫ মিটার সাঁতারের এই আয়োজন অনুষ্ঠিত হয়। আইএসডি’র সুইমিং কোচ মারিয়ানা ইগনাট বলেন, আইএসডি সবসময় সাঁতারকে প্রাধান্য দেয় এবং নিশ্চিত করে যেন শিক্ষার্থীরা এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিষয়টি উপভোগ করে। এই আদর্শ ধারণ করে, আমরা পাঁচ বছর যাবত সুইমিং গালা অনুষ্ঠানের আয়োজন করে আসছি। এই সুইমিং গালা শিক্ষার্থীদের সাঁতারে দক্ষ করে তোলার পাশাপাশি সাঁতারের সুস্থ ও আনন্দদায়ক পরিবেশ তৈরির মাধ্যমে তাদেরকে অন্যদের সাথে যোগাযোগের ও সামাজিকীকরণের সুযোগ করে দিয়েছে। সহনশীলতা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক ফিটনেসে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করেছে। ভবিষ্যতে এই ধরনের আয়োজনের মাধ্যমে সাঁতারের সুস্থ পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করে আইএসডি, যা সবাইকে বন্ধুত্ব স্থাপন, ক্রীড়া এবং টেকসই জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।
×