ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আড়াইহাজারে ওষুধের দোকানের কর্মচারীকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ২৩:৪২, ১৩ আগস্ট ২০২০

আড়াইহাজারে ওষুধের দোকানের কর্মচারীকে গলাকেটে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে সাইফুল ইসলাম (২২) নামে ওষুধের দোকানের এক কর্মচারীকে গলাকেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। পুলিশ বুধবার বিকেলে উপজেলার গোপালদী বাজার মার্কেটের একটি মসজিদের ছাদ থেকে ওই কর্মচারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম বিশনন্দী এলাকার প্রবাসী ওসমান গণির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৪টার দিকে গোপালদী বাজারের লোকজন বড় মসজিদের ছাদে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে গোপালদী ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মার্কেটের ২য় তলার ছাদ থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সাইফুল ইসলামকে তার নানা বাতেন মুন্সি লালন পালন করেন। বেশ কিছুদিন ধরে সাইফুল ইসলাম মসজিদ মার্কেটের নিচতলায় মনির হোসেনের মালিকাধীন মনির ফার্মেসিতে কাজ করতেন।
×