নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৬ মে ॥ রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড রেল গেট এলাকায় ডিবি পুলিশের গুলিতে ৪ ব্যক্তি আহত হয়েছেন। ডিবি পুলিশ স্থানীয় এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে আসার সময় স্থানীয়রা বাধা দেয়। ডিবি পুলিশ জনগণের বাধা ছত্রভঙ্গ করতে ৪/৫ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলি বর্ষণের ঘটনায় আহতদের হাতে পায়ে ও শরীরে গুলি লাগে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় লোকজন জনকণ্ঠকে জানান, টঙ্গী পূর্ব থানার ফকির মার্কেট এলাকার সেলিম নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে আসার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রো করে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে যায়। এ সময় আলোচিত সেলিম নামের এক ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসতে থাকে। ডিবি পুলিশ কিছু দূর এগুনোর পর স্থানীয়দের বাধার মুখে পড়ে।