ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পানিরোধী ফিচার

প্রকাশিত: ০৫:২২, ২৮ জুন ২০১৮

পানিরোধী ফিচার

আগের চেয়েও দামী এয়ারপডস আনার লক্ষ্যে কাজ করছে এ্যাপল। নতুন এয়ারপডসকে পানি নিরোধী করার পরিকল্পনাও রয়েছে এ্যাপলের। নতুন এয়ারপডসে পানি নিরোধী ফিচার আনা হচ্ছে বৃষ্টি এবং ঘামের মতো বিষয়গুলোতে সুরক্ষা দেয়ার জন্য, এটি নিয়ে পানিতে ডুব দেয়ার জন্য নয়। যুক্তরাষ্ট্রে এ্যাপলের বর্তমান এয়ারপডস-এর বাজার মূল্য ১৫৯ মার্কিন ডলার। -টেকক্রাঞ্চ
×