ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অদম্য পর্বতারোহী

প্রকাশিত: ০৫:৫২, ২৮ এপ্রিল ২০১৮

অদম্য পর্বতারোহী

নেপালী কর্র্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে, তারা চলতি বছর শত শত পর্বতারোহীকে মাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতি দিয়েছে। লাকপা সেরপা নামের এই নেপালী নারী তাদের মধ্যে একজন। সম্প্রতি তিনি এভারেস্ট অভিযানের জন্য প্রস্তুতি নিতে বেরনোর আগে তার ভাগ্নির কাছ থেকে এভাবেই বিদায় নেন। এর আগে আটবার এভারেস্ট জয় করা লাকপা বিশ্বে সবচেয়ে বেশিরবার এভারেস্ট জয়ী নারী।-এএফপি
×