ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সহানুভূতি থাকলেও খালেদার আইনজীবী হব না ॥ ড. কামাল

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সহানুভূতি থাকলেও খালেদার আইনজীবী হব না ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার আইনজীবী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রখ্যাত আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা নিয়ে কারাবন্দী খালেদা জিয়ার আপীল শুনানিতে আইনজীবী হিসেবে অংশ নেয়ার প্রস্তাব নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের কাছে গেলে তিনি এ প্রস্তাব ফিরিয়ে দেন। মঙ্গলবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিলের টয়োটা টাওয়ারে ল’চেম্বারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার আবদুর রেজাক খান ও আমিনুল ইসলামসহ আরও ক’জন। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণফোরাম নেতা ও আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ কয়েকজন গিয়েছিলেন ড. কামাল হোসেনের চেম্বারে। তিনি জানিয়েছেন, তিনি এখন ক্রিমিনাল কেস করেন না। এটা তিনি কম বোঝেন, তবে খালেদা জিয়ার প্রতি তার সহানুভূতি থাকবে। খালেদা জিয়ার আপীল মামলায় প্যানেল আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, এ মামলায় ব্যারিস্টার মওদুদ আহমদ, এ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, এ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সিনিয়র কাউন্সিল হিসেবে নিযুক্ত আছেন। এরপরও দল চাইলে যে কোন আইনজীবীকে নিয়োগ দিতে পারে। খালেদা জিয়ার আপীল দায়েরকারী ব্যারিস্টার কায়সার কামাল জানান, মামলার শুনানিতে কে বা কারা থাকবেন তা অনেকাংশে দলের নেতাদের ওপর নির্ভর করছে।
×