ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আশা করি নির্বাচন শান্তিপূর্ণ হবে ॥ রওশন

প্রকাশিত: ০৭:৪৭, ৩০ ডিসেম্বর ২০১৫

আশা করি নির্বাচন শান্তিপূর্ণ হবে ॥ রওশন

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ সময় বিরতির পর অনেকটা হটাত করেই জনসম্মুখে হাজির হলেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সম-সাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রওশন বলেন, আমরা সবাই মুক্তিযোদ্ধা, আমরা সবাই বাংলাদেশ চেয়েছি। তাহলে এতোদিন পর মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্ক কেন? তিনি বলেন, সংসদে আমি বলেছি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো বির্তক হবে না। এগুলো সেটেল ইস্যু, এসব নিয়ে এখন বিতর্ক কেন? পৌরসভা নির্বাচন সম্পর্কে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। সেই পরিবেশ বজায় রাখার জন্য। আশা করি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে।
×