ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ১৯:১২, ৮ নভেম্বর ২০১৫

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন রির্পোটার ॥ রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত সিএমএম লুৎফর রহমান শিশিরের আদালত। গত ২০ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে ডিবি পুলিশ। ওই দিন প্রতিবেদনটি ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে উত্থাপন করা হলে ০৮ নভেম্বর বাদীকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন বিচারক। গত বছরের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেক ওরফে মশিউর মালেক দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন। মামলায় উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলের এক সভায় জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ হিসেবে বক্তব্য প্রদান করেন তারেক রহমান, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এছাড়া বঙ্গবন্ধুর নামেও কটূক্তি করেন তারেক রহমান। বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলা রাষ্ট্রের স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার সামিল বলে মামলায় উল্লেখ করা হয়।
×