
ডাক্তার হাবিবুর রহমান।
ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট বর্জনের ঘোষণার সময় জাল ভোট এবং তার এজেন্টদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন তিনি।
রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় নবাবচরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা হতাশ হবেন না। আপনারা আগেও যেমন আমাকে সমর্থন দিয়ে মাঠে ছিলেন এবং ভবিষ্যতেও তেমনি থাকবেন। আমি আপনাদের ভালোবাসা কখনো ভুলবো না।
কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদুল হক শাহিদ, সাইমন চৌধুরী রিয়াজ আহমেদ এবং সামাদ খান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এম হাসান