
ইটের আঘাতে মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে চাচার নিক্ষেপ করা ইটের আঘাতে মায়ের কোলে থাকা ৫২ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিহত শিশুটির নাম লাবিব।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মাতুয়াইল কবরস্থান রোডে শামীম মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি মারা যায়।
কারখানার কর্মচারী দ্বীন ইসলাম ও গৃহিণী বিথী আক্তারের একমাত্র সন্তান ছেলে লাবিব। তাদের বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলায়।
হাসপাতালে দ্বীন ইসলামের জানান, তার ছোট ভাই খাইরুল ইসলাম তাদেরই আরেক ভাইয়ের সাইকেল চালানোর জন্য নিয়ে যাচ্ছিলো। তবে ব্রেক না থাকায় তখন দ্বীন ইসলাম সাইকেলটি নিতে না করেন।
এই কথা শোনার পর খাইরুল ক্ষিপ্ত হয়ে তার বড় ভাইয়ের দিকে একটি ইট ছুড়ে মারে।
সে ইট গিয়ে মা বিথীর কোলে থাকা লাবিবের মাথায় গিয়ে লাগে। সঙ্গে শিশু লাবিবকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসআর