ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজেকে জানো

বিচিত্র কুমার

প্রকাশিত: ১৯:১৬, ২৮ নভেম্বর ২০২৪

নিজেকে জানো

নিজেকে জানা মানে নিজের অস্তিত্বের গভীরে প্রবেশ করে নিজের সত্তাকে উপলব্ধি করা। জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা নানা পরিস্থিতির মধ্যে পড়ি, যেখানে নিজেদের পরিচয়, চাওয়া এবং বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এমন সময়ই আমাদের ভেতরের মানুষটিকে জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের পথে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
নিজেকে জানার প্রথম ধাপ হলো নিজের ভেতরের প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া। আমরা কী চাই, কীভাবে আমাদের ভালো লাগে এবং কোনো কাজ আমাদের সুখ এনে দেয়Ñ এসব প্রশ্নের উত্তর খুঁজতে শিখতে হবে। অধিকাংশ সময় আমরা জীবনের চাহিদা মেটাতে এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের প্রকৃত ইচ্ছাগুলো চাপা পড়ে যায়। কিন্তু সময় নিয়ে নিজের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া, নিজের চিন্তা ও অনুভূতিকে বোঝার চেষ্টা করাই প্রকৃত জ্ঞানের পথ।
মানুষের মন নানা জটিলতায় ভরা। আমাদের চিন্তা এবং আবেগগুলো কখনোই একমুখী নয়। আনন্দ, দুঃখ, রাগ, হতাশাÑ এসব অনুভূতি আমাদের প্রতিদিনের সঙ্গী। কিন্তু এই আবেগগুলো কোথা থেকে আসছে এবং কেন আসছে, তা বোঝার চেষ্টা করতে হবে। আবেগের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করলে আমরা জীবনের বড় সমস্যাগুলোকেও ঠান্ডা মাথায় সমাধান করতে পারি।
নিজেকে জানার আরেকটি দিক হলো নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতা সম্পর্কে সচেতন হওয়া। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে দুর্বল। এই দুর্বলতাগুলোকে অস্বীকার করার বদলে সেগুলোকে মেনে নেওয়া এবং উন্নতির জন্য কাজ করা গুরুত্বপূর্ণ। একইভাবে নিজের শক্তি ও প্রতিভাকে কাজে লাগানোও গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হই, তখন আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায়।
নিজেকে জানার আরেকটি উপায় হলো অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কগুলোর বিশ্লেষণ করা। আমরা কীভাবে কথা বলি, অন্যের সঙ্গে আমাদের আচরণ কেমন, এবং তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিÑ এসব বিষয় আমাদের ব্যক্তিত্বের অনেক দিক প্রকাশ করে। নিজের সম্পর্কগুলো নিয়ে চিন্তা-ভাবনা করলে আমরা বুঝতে পারি, কোন জায়গায় আমাদের পরিবর্তন প্রয়োজন এবং কোন জায়গায় আমরা ইতিবাচক।
মানুষের জীবনে মূল্যবোধ এবং বিশ্বাস বড় ভূমিকা পালন করে। এগুলো আমাদের জীবনের দিকনির্দেশনা দেয়। কিন্তু কখনো কখনো আমরা এমন কিছু করি যা আমাদের বিশ্বাসের সঙ্গে মেলে না। এর ফলে মানসিক অশান্তি তৈরি হয়। তাই নিজেদের মূল্যবোধগুলোকে পুনরায় যাচাই করা জরুরি। এগুলো আমাদের জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তুলতে সাহায্য করে।
নিজেকে জানার জন্য আমাদের প্রয়োজন নীরবতা এবং ধ্যান। দিনের শেষে নিজেকে কিছুটা সময় দেওয়া এবং নিজের ভেতরের মানুষটির সঙ্গে কথা বলাÑ এই অভ্যাস জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়া, সেগুলো বিশ্লেষণ করা এবং অভিজ্ঞতা থেকে শিখতে পারলেই আমরা জীবনে এগিয়ে যেতে পারি।
জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ভেতরের মানুষটিকে আরও ভালোভাবে চেনার সুযোগ দেয়। কখনো কখনো আমরা ব্যর্থ হই, কখনো আবার সাফল্য পাই। এই মুহূর্তগুলোই আমাদের শক্তি এবং দুর্বলতাগুলোকে আরও পরিষ্কারভাবে দেখায়। ব্যর্থতার মাধ্যমে আমরা নিজেদের নতুন করে চিনি এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা পাই।
নিজেকে জানার সবচেয়ে বড় উপকার হলো, এতে আমরা জীবনের উদ্দেশ্য এবং মানে খুঁজে পাই। জীবনের প্রতিটি সিদ্ধান্তের পেছনে আমরা যে কারণগুলো খুঁজে পাই, সেগুলো আমাদের আরও সুসংগঠিত করে তোলে। আমরা অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল না হয়ে নিজের ওপর নির্ভরশীল হতে শিখি। এই আত্মবিশ্বাস এবং স্বনির্ভরতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক।
নিজেকে জানা মানে শুধু নিজের ভালো দিকগুলো দেখা নয়, নিজের ভুলগুলোও মেনে নেওয়া। আমাদের মধ্যে যে অপরিপূর্ণতা রয়েছে, সেটি গ্রহণ করাই হলো প্রকৃত আত্মজ্ঞান। এই গ্রহণযোগ্যতার মাধ্যমেই আমরা আরও বিনয়ী এবং সহনশীল হতে পারি।
জীবনের এই যাত্রায় নিজেকে জানা একটি চলমান প্রক্রিয়া। এটি কোনো এক দিনের কাজ নয়। সময়ের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং নিজের প্রতি ধৈর্য রেখে আমরা নিজেদের আরও গভীরভাবে জানতে পারি। নিজেকে জানার এই চর্চা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। তাই, প্রতিদিন একটু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন এবং নিজের ভেতরের মানুষটিকে জানার চেষ্টা করুন। এতে শুধু আপনার জীবনই নয়, আপনার চারপাশের মানুষগুলোর জীবনও সমৃদ্ধ হবে।

×