ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

উপুড় হয়ে ঘুমানো ভালো নাকি মন্দ!

প্রকাশিত: ১৮:৩২, ২১ সেপ্টেম্বর ২০২৩

উপুড় হয়ে ঘুমানো ভালো নাকি মন্দ!

ঘুম। ছবি: গুগল থেকে

পর্যাপ্ত ঘুম সকলের জন্যই খুব জরুরি। তার জন্য কয়েকটি অভ্যাস মেনে চলতে হয়। এক এক জনের এক এক ভাবে ঘুমানোর অভ্যাস। কেউ চিৎ হয়ে, কেউ পাশ ফিরে, কেউ আবার উপুড় হয়ে ঘুমান। উপুড় ঘুমালে শরীরের উপর কী প্রভাব ফেলে তা জেনে নিতে পারেন। 

বিশেষজ্ঞদের মতে, উপুড় হয়ে নিয়মিত ঘুমোলে মেরুদণ্ড, ফুসফুসের উপর চাপ পড়তে পারে। এতে শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে। তাই এর পরিবর্তে চিৎ হয়ে বা পাশ ফিরে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়।

উপুড় হয়ে ঘুমালে মেরুদণ্ড বা অন্ত্রের ওপর চাপ পড়ে। দীর্ঘ দিন ধরে উপুড় হয়ে ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথার হতে পারে। ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাতও ঘটে। পর্যাপ্ত ঘুমের অভাবে শারীরিক নানা জটিলতাও দেখা দিতে পারে।

উপুড় হয়ে ঘুমালে কোমরেও সমস্যা হতে পারে। তার সঙ্গে আরও একটি অদ্ভুত সমস্যা হয়, সেটি হল ত্বকের। মুখের ত্বক শুকনো হয়ে যেতে পারে।

চিকিৎসকরা উপুড় হয়ে না ঘুমানোর পরামর্শ দেন। তার বদলে চিৎ হয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করা উচিত। সবচেয়ে ভালো হয়, যদি পাশ ফিরে ঘুমাতে পারেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এসআর

×