
ছবি: দৈনিক জনকন্ঠ
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সকালে উস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মো: নোমান মিয়া। উদ্বোধক ছিলেন বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাইন উদ্দিন মঞ্জু।
জেলা বিএমটিএর সভাপতি জহিরুল হক ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব হাফিজুর রহমান, জেলা ড্যাব সভাপতি ডা: মো: মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ডা: মো: জহিরুল ইসলাম, সাবেক সভাপতি ডা: মো: মেজবাহ উদ্দিন চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা: মুসা খান, ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সম্পাদক ডা: হিমেল খাঁনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল টেকনোলজিস্টদের মান উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা দেন। বক্তারা বলেন, ‘মেডিকেল টেকনোলজিস্টরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ।’
মিরাজ খান