
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও আলোচনায় আসলেন কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ তার লালগালিচার লুক নিয়ে। ফ্রেঞ্চ রিভিয়ারার আন্তর্জাতিক এই উৎসবে প্রথম দিনেই উপস্থিত হন তিনি, যেখানে তাকে দেখা যায় ডিজাইনার মাইকেল সিনকো-এর একটি বোল্ড ও রঙিন গাউনে। তবে তার সাজসজ্জা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নেটিজেনদের মত: "ঐশ্বরিয়া হতে চান, কিন্তু ক্যারিজমা নেই"
উর্বশীর লুক দেখে অনেকেই তাকে ঐশ্বরিয়া রাই বচ্চন-এর সঙ্গে তুলনা করেছেন, যিনি বহু বছর ধরে কান উৎসবের ‘রানি’ হিসেবে পরিচিত। তবে অনেকেই উর্বশীর গ্ল্যাম ও স্টাইল চয়েস নিয়ে কড়া সমালোচনা করেছেন।
একজন মন্তব্য করেছেন, “উর্বশী ঐশ্বরিয়া হতে চাইছেন, কিন্তু বিন্দুমাত্র ক্যারিশমা নেই। আর কতদিন মাইকেল সিনকো পরবেন?” আরেকজন লিখেছেন, “ড্রেসটা দারুণ, কিন্তু মেকআপ আর হেয়ার পুরো লুকটাই নষ্ট করেছে।” একজন ব্যবহারকারী লিখেছেন, “এই সুন্দর পোশাকটি আরও ভালোভাবে স্টাইল করা যেত। পুরোপুরি নষ্ট করে দিয়েছে। উর্বশীর উচিত তার মেকআপ আর্টিস্টকে বরখাস্ত করা।”
ডায়েট সাব্যাও উর্বশীর পক্ষেই, তবে সকলেই সমালোচনায় বিশ্বাসী নন। ফ্যাশন ক্রিটিক ডায়েট সাব্যা উর্বশীর সাহসী লুককে প্রশংসা করে লেখেন,
“এটা একদম স্যুজান সনটাগ-এর সংজ্ঞা অনুযায়ী ক্যাম্প’। অতিনাটকীয়, অলংকারপূর্ণ এবং নির্লজ্জভাবে স্টাইলিশ। এটা বাস্তবতার নয়, কৃত্রিমতার আর্ট।”
একজন ব্যবহারকারী রসিকতা করে বলেন, “উর্বশী যেন প্রথম অভিনেত্রী, যিনি মেট গালাকে কান-এ নিয়ে এসেছেন!”
উর্বশী রাউটেলা প্রথম দিনে যে গাউনটি পরেছিলেন, সেটি ছিল স্ট্র্যাপলেস মাইকেল সিনকো গাউন, যাতে সামনে ছিল মাল্টিকালার জুয়েল প্যানেল, স্কাল্পটেড বডিস ও টারকোয়াইজ-কালো টুলের স্তরযুক্ত লম্বা ট্রেন। তিনি সাজটি সম্পূর্ণ করেন জুয়েলড ইয়াররিং, ম্যাচিং হেডগিয়ার, রিংস এবং একটি জুডিথ লেইবার ক্রিস্টাল প্যারট ব্যাগ।
তার হেয়ারস্টাইল ছিল হাফ-আপ, হাফ-ডাউন। মেকআপে ছিল বোল্ড উইংড স্মোকি আই, গ্লিটার, ঘন ভ্রু, চকচকে পিঙ্ক লিপস্টিক, ব্লাশ, হাইলাইটার, মাস্কারা এবং কনট্যুরিং। পুরো গ্ল্যাম ছিল অত্যন্ত সাহসী ও ঝলমলে।
উর্বশী রাউটেলার কান লুক নিয়ে যেমনি ট্রল হয়েছে, তেমনি প্রশংসাও এসেছে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। কেউ বলছেন ‘ফ্যাশন ফ্লপ’, আবার কেউ বলছেন ‘ব্রেভ এবং ক্যাম্প’। তবে এটুকু নিশ্চিত- উর্বশী সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন, বিতর্ক হোক বা বাহবা।
সূত্র: https://shorturl.at/xoVaE
মিরাজ খান