
ভ্রু প্লাক
রূপচর্চার মধ্যে অন্যতম একটি অংশ হচ্ছে ভ্রু প্লাক। আর এ ভ্রু প্লাক করতে যন্ত্রণা অনেক। ভ্রু প্লাকের সময় ব্যথা হওয়ায় অনেকেই ভ্রু প্লাক করতে চিন্তায় পড়ে যায়। কিন্তু কিছু সহজ পদ্ধতি মানলেই ভ্রু প্লাক করার সময় এবং পরে ব্যথামুক্ত থাকা যাবে।
ব্যথামুক্ত ভ্রু প্লাক করার কিছু টিপস
বরফ
প্লাক করার আগে ভ্রুর আশপাশে এক টুকরো বরফ ঘষতে পারেন।কারণ, বরফ ওই স্থানটা কিছুক্ষণের জন্য অবশ করে রাখে, তাই ব্যথা কম অনুভূত হয়।
অ্যালোভেরা
ভ্রু প্লাক করার পরে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা কাটা-ছেঁড়া স্থানে অ্যান্টিসেপটিকের কাজ করে। এ ছাড়াও অ্যালোভেরার অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বককে ভিতর থেকে ঠান্ডা রাখে।
আইস ব্যাগ
প্লাক করার সময় পাশে রাখতে পারেন আইস ব্যাগ অথবা গ্রিন টি। গ্রিন টির ব্যাগটি ফ্রিজে রেখে ঠান্ডা করে প্লাক করার পর ব্যবহার করলে লালচে ভাব ও যন্ত্রণা দূর হবে।
নারকেল তেল
নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন প্লাক করার সময়, এটি খুবই উপকারী। কারণ, সামান্য নারিকেল তেল নিয়ে ভ্রুর আশপাশে লাগিয়ে রাখলে কিছুটা আরাম পাওয়া যায়।
এমএস