ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ব্রিকস সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে মোদির তীব্র আক্রমণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:২৮, ৭ জুলাই ২০২৫

ব্রিকস সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে মোদির তীব্র আক্রমণ

ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তুলে বলেন, “ভারত সন্ত্রাসবাদের শিকার, আর পাকিস্তান সেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক।” তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ভুক্তভোগী ও পৃষ্ঠপোষককে এক কাতারে বিবেচনা করা যায় না।”

মোদি তার বক্তব্যে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহালগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তোলেন, যেখানে ২৬ জন পর্যটক নিহত হন। এই হামলার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে সামরিক অভিযান চালায়, পালটা অভিযান চালায় পাকিস্তানও। 

মোদি বলেন, “কেউ যদি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে সন্ত্রাসবাদ রোধে কিছু না বলে, তবে তা এক ধরনের নীরব সম্মতি হিসেবেই ধরা উচিত। সন্ত্রাসবাদের প্রতি এমন মৌন সম্মতি বিশ্বে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।”

তিনি বলেন, ভারত একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ দিয়েছে যে পাকিস্তান রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সন্ত্রাসবাদ ব্যবহার করছে, এবং সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে।

রিও ডি জেনেইরো ডিক্লারেশন নামে প্রকাশিত ব্রিকসের যৌথ ঘোষণায় বলা হয়: “আমরা ২২ এপ্রিল ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের পাহালগামে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, যেখানে ২৬ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। আমরা সন্ত্রাসবাদের সব ধরনের রূপ ও প্রকাশের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করছি, যার মধ্যে রয়েছে সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাস, অর্থায়ন এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা।”

যদিও ঘোষণায় পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

ব্রিকস সদস্যরা জাতিসংঘে Comprehensive Convention on International Terrorism দ্রুত চূড়ান্ত ও গৃহীত করার আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘে তালিকাভুক্ত সব সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

এবারের সম্মেলনে ঘোষণা এসেছে, আগামী ২০২৬ সালের ব্রিকস সম্মেলনের আয়োজক হবে ভারত। 

মুমু ২

×