
ছবি: সংগৃহীত।
ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিনে দেশটিতে এক হাজারেরও বেশি মানুষ নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট NB.1.8.1 দ্রুত ছড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য এটি নতুন হুমকি হয়ে উঠতে পারে।
ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ডের সর্বশেষ তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ ভারতের রাজ্য কেরালা ও মহারাষ্ট্রে। কেরালায় আক্রান্ত হয়েছেন ৪৩০ জন এবং মহারাষ্ট্রে ২০৯ জন। এছাড়া দিল্লিতে শনাক্ত হয়েছেন অন্তত ১০৪ জন, গুজরাটে ৮৩, কর্নাটকে ৪৭, উত্তরপ্রদেশে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১২ জন।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। মহারাষ্ট্রে ৪ জন, কেরালায় ২ জন এবং কর্নাটকে ১ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। ফলে করোনাভাইরাসের নতুন ঢেউ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ ও প্রশাসন।
সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী সতর্কতা জারি করেছে। সব রাজ্যকে হাসপাতাল প্রস্তুত রাখতে এবং পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুদ রাখতে বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন ভ্যারিয়েন্ট NB.1.8.1 ও অন্যান্য সাবটাইপ যেমন LF.7 এর জিনগত পরিবর্তনের ফলে ভাইরাসটি নতুন করে সংক্রমণ ঘটাচ্ছে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের পরামর্শ:
- জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করুন
- সামাজিক দূরত্ব বজায় রাখুন
- হাইড্রেটেড থাকুন ও পুষ্টিকর খাবার খান
- যাদের ঝুঁকি বেশি, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান
২০২০ সালে বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করা প্রাণঘাতী করোনাভাইরাস আবারও নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই আতঙ্ক না ছড়িয়ে সচেতন থাকা এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নুসরাত