ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শব্দের চেয়েও দ্রুত গতিতে চলবে তুরস্কের চালকবিহীন যুদ্ধবিমান!

প্রকাশিত: ১৯:০৬, ২৬ মে ২০২৫

শব্দের চেয়েও দ্রুত গতিতে চলবে তুরস্কের চালকবিহীন যুদ্ধবিমান!

ছ‌বি: সংগৃহীত

দেখতে অবিকল ফাইটার জেটের মতো, তবে এতে নেই কোনো পাইলট। শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটতে সক্ষম এমন পঞ্চম প্রজন্মের এক অত্যাধুনিক চালকবিহীন যুদ্ধবিমান উদ্ভাবন করেছে তুরস্ক। এর নাম কিজিলেলমা (Kızılelma)। সফলভাবে পরীক্ষাও সম্পন্ন হয়েছে সম্প্রতি।

বিশ্বজুড়ে শক্তিশালী ড্রোন ভাণ্ডারের জন্য সুপরিচিত তুরস্ক বরাবরই নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সামরিক সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায়, খ্যাতনামা প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান বেইকার টেকনোলজিস (Baykar Technologies) নতুন এই যুদ্ধযানটি তৈরি করেছে। এর আগে টিভি-টু (TB2) ও আকিঞ্জি (Akıncı)-এর মতো সফল ড্রোনের নির্মাতা এই প্রতিষ্ঠানটিই।

কিজিলেলমা দেখতে যুদ্ধবিমানের মতো হলেও এটি একটি সম্পূর্ণ চালকবিহীন আকাশযান। এটি তুরস্কের প্রথম জেট ফুয়েল চালিত ড্রোন, যাতে ব্যবহার করা হয়েছে ইউক্রেনীয় প্রযুক্তি—AI-322F মডেলের একটি শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে এটি শব্দের গতির চেয়েও বেশি বেগে উড়তে সক্ষম।

মাত্র ১৪.৫ মিটার (প্রায় ৪৮ ফুট) দৈর্ঘ্যের কিজিলেলমা আকাশযানটি দেড় টন পর্যন্ত পেইলোড বহন করতে পারে এবং সর্বোচ্চ ৪৫,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি একটানা তিন ঘণ্টার বেশি সময় আকাশে থাকতে পারে।

আধুনিক কমব্যাট মিশনের জন্য তৈরি এই ড্রোনটিতে লেজার গাইডেড অস্ত্র ছাড়াও যুক্ত করা যায় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। বর্তমানে কিজিলেলমার তিনটি ভিন্ন সংস্করণ রয়েছে, যেগুলোর মধ্যে কিছু শব্দের চেয়ে বেশি, আবার কিছু কম গতিতে চলার উপযোগী।

তুরস্ক দাবি করছে, কিজিলেলমা যুদ্ধক্ষেত্রসহ বিভিন্ন কমব্যাট অপারেশনে ফাইটার জেটের মতো কার্যকর ভূমিকা রাখতে পারবে। ইতোমধ্যে এটি সীমান্তবর্তী এলাকায় মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ৩৫টি দেশ তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করছে, আর কিজিলেলমা সেই ড্রোন ক্ষমতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে আঙ্কারা।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=oNqxq-ixpEo

মেহেদী

আরো পড়ুন  

×