
ছবি: সংগৃহীত
আইপিএলের উত্তেজনায় মঙ্গলবারের রাত হয়ে উঠেছিল স্মরণীয়—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঐতিহাসিক জয় যেমন আলোচনায়, তেমনি ম্যাচশেষে বিরাট কোহলি ও আনুশকা শর্মার রোমান্টিক মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ছয় উইকেটে জয় পায় আরসিবি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার ১-এ পৌঁছায় দলটি, যেখানে তারা বৃহস্পতিবার মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।
ম্যাচে ওপেনিংয়ে নামা কোহলি খেলেন ঝড়ো ৩০ বলে ৫৪ রানের ইনিংস, যা দলের জয়ের ভিত্তি গড়ে দেয়। পরে জিতেশ শর্মা (৩৩ বলে ৮৫) ও মায়াঙ্ক আগারওয়াল (২৩ বলে ৪১) পঞ্চম উইকেটে ১০৭ রানের জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন।
আরসিবি লক্ষ্য পূরণ করে ৮ বল হাতে রেখেই।
এর আগেই লখনউ সুপার জায়ান্টস তাদের ইনিংসে ৩ উইকেটে তোলে ২২৭ রান। অধিনায়ক ঋষভ পন্থ খেলেন ৬১ বলে অপরাজিত ১১৮ রানের দুর্দান্ত ইনিংস, যা ছিল তার আইপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা। মিচেল মার্শ যোগ করেন ৩৭ বলে ৬৭ রান।
মাঠে রোমাঞ্চ, গ্যালারিতে ভালোবাসা
খেলার শেষে দেখা যায়, গ্যালারিতে বসে থাকা অনুশকা শর্মা উচ্ছ্বসিত হয়ে উদযাপন করছেন দলের জয়। ওই সময় কোহলি তাকে উদ্দেশ করে ‘ফ্লাইং কিস’ ছুঁড়ে দেন, অনুশকাও সেই ভালোবাসার উত্তর দেন হাসি আর চুম্বনে। মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এক ভক্ত টুইট করেন,
"I hope when love finds me, it looks like this – ANUSHKA SHARMA VIRAT KOHLI."
এই ‘উড়ন্ত চুম্বনের’ দৃশ্য এখন ভাইরাল—#RCBvsLSG, #ViratKohli, #AnushkaSharma ট্রেন্ড করছে একাধিক প্ল্যাটফর্মে।
এই জয়ের মাধ্যমে আরসিবি প্লে-অফে দ্বিতীয় অবস্থানে উঠে যায়। বৃহস্পতিবার তারা কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে লিগ টপারের পাঞ্জাব কিংসের। অন্যদিকে শুক্রবার এলিমিনেটরে খেলবে গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
ক্রিকেটের উত্তাপ আর ভালোবাসার উষ্ণতা—দুই মিলিয়ে মঙ্গলবারের এই ম্যাচ হয়ে থাকল ২০২৫ আইপিএলের অন্যতম স্মরণীয় রাত।
এসএফ