ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

গাজায় হাসপাতাল ও শরণার্থী শিবিরে হামলা, নিহত ৮১

প্রকাশিত: ০৮:২৫, ১৪ মে ২০২৫

গাজায় হাসপাতাল ও শরণার্থী শিবিরে হামলা, নিহত ৮১

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজার জবালিয়া শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আর দক্ষিণ গাজায় হাসপাতাল লক্ষ্য করে চালানো হামলায় আরও ৩০ জন প্রাণ হারিয়েছেন।

মূলত, হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় এই ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। বুধবার (১৪ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে এবং মধ্যরাত থেকে কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে ৪৫ জনই উত্তর গাজায় মারা গেছেন।

আল জাজিরা আরও উল্লেখ করে, দক্ষিণ গাজার ইউরোপীয় ও নাসের হাসপাতাল লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। ওই হামলায় একজন সাংবাদিকও নিহত হয়েছেন, যিনি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের টানা হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ জনে, আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২১ জন—মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রায় ১৫ মাস ধরে চলা সামরিক অভিজানের পর আন্তর্জাতিক চাপ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস গাজায় কিছুটা শান্তি বজায় থাকলেও, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ফের হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ধাপের ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭ হাজার ৭০০ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকেও লঙ্ঘন করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের এ হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।

সা/ই

×