
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরের আকাশ কেঁপে উঠল বিস্ফোরণে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স-এ (সাবেক টুইটার) বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লেখেন, সিজফায়ারটা গেল কোথায়? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
শুধু শব্দ নয়, এক্সে শ্রীনগরের অনেক বাসিন্দা রাতের আকাশে ট্রেসার ফায়ারের (বিমান প্রতিরক্ষা গোলা) ভিডিও শেয়ার করেন। তারা দাবি করেন, আকাশে ড্রোন শনাক্ত করে সেগুলোর দিকেই গুলি ছোড়া হচ্ছে।
ওমর আবদুল্লাহ এরপর আরও একটি ভিডিওসহ পোস্ট করেন, যেখানে তিনি স্পষ্ট করে বলেন, এটা কোনো সিজফায়ার নয়। শ্রীনগরের মাঝখানে বিমান প্রতিরক্ষা ইউনিট গুলি চালিয়েছে।
এই ঘটনার কিছু আগে ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই সমঝোতা নিশ্চিত করেছিলেন।
তবে বিস্ফোরণের ঘটনা দেশজুড়ে উদ্বেগ ছড়ালেও পাঞ্জাবের বিভিন্ন জেলার প্রশাসকরা আপাতত আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
লুধিয়ানা, পাতিয়ালা ও অমৃতসর জেলার ডিসিরা জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে ব্ল্যাকআউট কার্যকর করা হবে। অমৃতসর ডিসি একটি সতর্কবার্তায় বলেন, ঘরে থাকুন, আতঙ্কিত হবেন না। আমরা পূর্বেও এমন মহড়া করেছি। পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ অবস্থায় যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই আবারও গোলাগুলির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।