ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: পেহেলগাম হামলা নিয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ২ মে ২০২৫; আপডেট: ২৩:১৬, ২ মে ২০২৫

পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: পেহেলগাম হামলা নিয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান কংগ্রেসের

ছবিঃ দ্যা ট্রিবিউন

পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে কংগ্রেস শুক্রবার কেন্দ্রীয় সরকারকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে পাকিস্তানকে তার সন্ত্রাস রপ্তানির জন্য “শাস্তি দেওয়ার” দাবি জানিয়েছে এবং বলেছে, “এটি জাতি হিসেবে আমাদের সম্মিলিত ইচ্ছাশক্তি প্রদর্শনের সময়, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময়।”

জাতীয় ঐক্য এবং সংকল্পের আহ্বান জানিয়ে কংগ্রেস আরও বলেছে, দেশের অন্যতম সুরক্ষিত অঞ্চলে ঘটে যাওয়া হামলায় “নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় গুরুতর ব্যর্থতা” ঘটেছে, যার জন্য “সময়সীমা নির্ধারিত জবাবদিহিতা” জরুরি।

এই মন্তব্যগুলো কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) দ্বারা গৃহীত এক প্রস্তাবে উঠে এসেছে, যা দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ অন্যরাও উপস্থিত ছিলেন।

প্রস্তাবে বলা হয়, “এটি একটি সময় যখন জাতি হিসেবে আমাদের সম্মিলিত ইচ্ছাশক্তি প্রদর্শনের মাধ্যমে পাকিস্তানকে শিক্ষা দিতে হবে এবং দৃঢ়ভাবে সন্ত্রাসবাদ দমন করতে হবে। এই কাপুরুষোচিত হামলার মূল পরিকল্পনাকারী ও অভিযুক্তদের অবশ্যই তাদের কাজের পূর্ণ পরিণতি ভোগ করতে হবে।”

কংগ্রেস সরকারকে দৃঢ়তা, কৌশলগত স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে পাকিস্তানকে একঘরে করে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে, কারণ তারা বারবার ভারতের ভূখণ্ডে সন্ত্রাস রপ্তানি করে চলেছে।

প্রস্তাবে আরও বলা হয়, “আমাদের দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে স্পষ্ট বার্তা দিতে হবে যে ভারত একসাথে আছে এবং তাকে ভাঙা যাবে না।”

“সমগ্র দেশ এখন জবাবদিহিতা, ব্যাখ্যা এবং ন্যায়বিচারের অপেক্ষায়। এই ক্ষমাহীন উসকানির মুখে কংগ্রেস মনে করে, এটি রাজনীতি করার সময় নয়, বরং ঐক্য, শক্তি ও জাতীয় সংকল্প দেখানোর মুহূর্ত।”

২২ এপ্রিল পাহালগাম হামলায় নিহত ২৬ জনের (মূলত পর্যটক) পরিবারের জন্য নৈতিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছে কংগ্রেস।

দলটির মতে, “শুধু ক্ষতিপূরণ যথেষ্ট নয়। দীর্ঘমেয়াদি পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য সহায়তা, এবং যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের স্মৃতিকে জাতীয় স্বীকৃতি ও নাগরিক স্মরণে সম্মান জানানো সমান গুরুত্বপূর্ণ।”

কংগ্রেস জানায়, সিডব্লিউসি ওই ২৬টি পরিবারের পাশে রয়েছে, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে।

“এই পরিবারগুলোর বেদনা গোটা জাতির বেদনা। সিডব্লিউসি শুধু কথায় নয়, চিরস্থায়ী সহমর্মিতার মাধ্যমে তাদের পাশে রয়েছে,” প্রস্তাবে বলা হয়।

সিডব্লিউসি সকল নাগরিকের প্রতি ঐক্যবদ্ধ, শান্ত এবং দৃঢ় থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

“এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি আমাদের প্রতিক্রিয়া যেন আমাদের গণতন্ত্রের শক্তি, ঐক্যের গভীরতা এবং প্রজাতন্ত্রের স্থিতিশীলতা প্রতিফলিত করে,” বলা হয় প্রস্তাবে।

সভায় নিজের বক্তব্যে মল্লিকার্জুন খাড়গে বলেন, পাহালগাম হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকার এখনো পর্যন্ত কোনও স্পষ্ট কৌশল ঘোষণা করেনি, যদিও তিনি জোর দিয়ে বলেন, এই ইস্যুতে সম্পূর্ণ বিরোধী জোট সরকারের পাশে রয়েছে।

তিনি স্মরণ করিয়ে দেন, গত সিডব্লিউসি বৈঠকেও কংগ্রেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল। কিন্তু সন্ত্রাসী হামলার কয়েকদিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনও সুস্পষ্ট পরিকল্পনা সামনে আসেনি।

তিনি বলেন, “দেশের ঐক্য, অখণ্ডতা এবং সমৃদ্ধির পথে আসা যেকোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে আমরা একত্রে ও কঠোরভাবে ব্যবস্থা নেব। এই ইস্যুতে সম্পূর্ণ বিরোধী পক্ষ সরকারের পাশে আছে। আমরা এই বার্তাটি গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছি।”

সূত্র: দ্যা ট্রিবিউন

মুমু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার