ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভারতের সাথে চরম উত্তেজনার মাঝে বাংলাদেশকে যে বার্তা দিলো পাকিস্তান

প্রকাশিত: ০৬:৫৬, ২৮ এপ্রিল ২০২৫

ভারতের সাথে চরম উত্তেজনার মাঝে বাংলাদেশকে যে বার্তা দিলো পাকিস্তান

ছবি: প্রতীকী

কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক থেকে সামরিক, সব পর্যায়েই যুদ্ধাবস্থা বিরাজ করছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

গেল শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক গভীর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানি এবং ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি সাধারণ মানুষের প্রতিও শুভেচ্ছা জানান এবং ঢাকা-ইসলামাবাদ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সম্প্রতি প্রায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকায় আসার কথা থাকলেও পেহেলগামের ঘটনার পর সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে।

কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। সীমান্তে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পেয়েছে। নয়া দিল্লি সিন্ধু চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানিদের ভিসা বাতিলসহ একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে।

জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিমলা চুক্তি নিয়েও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, এমন উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশকে নিজেদের আরও ঘনিষ্ঠ করতে পাকিস্তান সক্রিয় উদ্যোগ নিয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=S3xBYqks3-I

রাকিব

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার