ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি ও সিরিয়ানরা মিলিত হলেন

প্রকাশিত: ১৪:০৫, ২৭ এপ্রিল ২০২৫

ইসরায়েলি ও সিরিয়ানরা মিলিত হলেন

ছবি: সংগৃহীত

শুক্রবার, প্রায় ৬৫০ জন সিরিয়ার দ্রুজ পণ্ডিত ইসরায়েলে প্রবেশ করেন, তারা লোয়ার গ্যালিলিতে নবী শুয়াইবের মাজারে বার্ষিক 'জিয়ারাহ' উৎসব উদযাপন করতে আসেন। এই তীর্থযাত্রা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উৎখাত হওয়ার পর এটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। এই পুণ্যভ্রমণে অংশগ্রহণকারী দ্রুজ সম্প্রদায়ের সদস্যরা সীমান্ত পার হয়ে মাজারে পৌঁছান, যা এপ্রিল ২৫-২৮ পর্যন্ত চলমান থাকে।

এটি দ্রুজ ধর্মের জন্য অত্যন্ত পবিত্র স্থান, যেখানে নবী শুয়াইবের মাজার, যিনি বাইবেলে যেত্রোর নামে পরিচিত, তিবেরিয়ার পাশের হিটিন গ্রামে অবস্থিত। ইসরায়েল কর্তৃপক্ষ এই তীর্থযাত্রার অনুমতি প্রদান করেছে, ফলে বহু পরিবার তাদের দীর্ঘদিনের বিচ্ছিন্ন সদস্যদের সঙ্গে পুনর্মিলন ঘটাতে সক্ষম হয়েছে।

বেইত জান রিজিওনাল কাউন্সিলের প্রধান নাজিহ দাব্বুর, সিরিয়ার সুয়েইদা ও দামেস্কের জারামানা থেকে আসা আত্মীয়দের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন, এবং তিনি এই মুহূর্তটিকে অত্যন্ত আবেগময় বলে অভিহিত করেন। সিরিয়ার শেইখ রুসলান আল-বাবুর বলেন, "আমরা আশা করি, আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরো জানান, আসাদ শাসন ব্যবস্থার চেষ্টা ছিল দ্রুজদের ইসরায়েলি আত্মীয়দের থেকে আলাদা করে রাখা, যা তাদের জন্য অত্যন্ত নিষ্ঠুর ছিল।

ইসরায়েলের দ্রুজ ধর্মীয় নেতা শেইখ মুফাক তারিফ এই তীর্থযাত্রাকে "ঐতিহাসিক" হিসেবে অভিহিত করেছেন, এবং বলেন, "এটি দ্রুজ সম্প্রদায়ের মধ্যে অটুট সম্পর্কের প্রমাণ, যাদের কেউ পঞ্চাশ বছর পরেও একে অপরের সঙ্গে দেখা করতে পেরেছেন।"

এই তীর্থযাত্রার পর মার্চ মাসে আরও ৬০ জন সিরিয়ান দ্রুজ পণ্ডিত মাজার পরিদর্শন করেন এবং সেদিনই সিরিয়ায় ফিরে যান। ইসরায়েল সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রতি সমর্থন অব্যাহত রাখলেও, আসাদের উৎখাতের পর সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী নিয়ে সাবধানী অবস্থানে রয়েছে।

 

সূত্র: https://www.timesofisrael.com/israeli-syrian-relatives-reunite-as-650-druze-clerics-visit-israel-for-2-day-pilgrimage/

আবীর

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার