ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আফগানিস্তান

নিষিদ্ধ হচ্ছে নারীদের চাকরি দেওয়া এনজিও

প্রকাশিত: ১২:৪৭, ৩১ ডিসেম্বর ২০২৪

নিষিদ্ধ হচ্ছে নারীদের চাকরি দেওয়া এনজিও

আফগানিস্তানে যেসব দেশীয় ও আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয় সেগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এ নিয়ে রবিবার ( ২৯ ডিসেম্বর) একটি বিবৃতিও প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর আরোপ করা হয়েছে একের পর এক নিষেধাজ্ঞা। এবার যেসব দেশীয় ও আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয়, সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার।

দেশটির অর্থ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি চিঠি পোস্ট করে বলে, কোনো এনজিও নারীদের নিয়োগ বন্ধের নির্দেশনা মানতে না চাইলে তাদের কার্যক্রম এবং লাইসেন্স বাতিল করা হবে। তালেবানের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে নারীদের কাজ করা বন্ধ করতে হবে।
 
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই বছর আগে তালেবান সরকার এনজিওগুলোকে আফগান নারী কর্মী নিয়োগ বন্ধের নির্দেশ দেয়। সরকারের অভিযোগ, এনজিওতে কাজ করা নারীরা নির্ধারিত পোশাকবিধি, বিশেষ করে হিজাব পরিধানের নিয়ম অমান্য করছেন। 

২০২১ সালে ক্ষমতায় এসেই বেশির ভাগ চাকরিতেই নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। এমন কি জনসমাগমেও নিষিদ্ধ করা হয় নারীদের উপস্থিতি।

এসআর

×